আমুদরিয়া নিউজ: ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে আফগানিস্তান। মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় হাজার তিনেক মানুষ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বা়ড়িয়ে দিল ভারত। সোমবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। রবিবারই নিজের এক্স হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানকে সব ধরনের মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। এরপরই আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানান, বিপর্যস্ত কাবুলে এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত সরকার। কুনারের উদ্দেশে পাঠানো হয়েছে ১৫ টন খাদ্য সামগ্রী। পরবর্তীতে আফগানিস্তানে আরও খাদ্য সামগ্রী পাঠানো হবে।
