আমুদরিয়া নিউজ: দিল্লি টেস্টেও দাপট দেখালেন ভারতীয় ব্যাটারেরা। প্রথম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। ১৭৩ রানে অপরাজিত রইলেন যশস্বী জয়সওয়াল। তবে অল্পের জন্য সাই সুদর্শনের শতরান হাতছাড়া হল। ৮৭ রানে আউট হলেন তিনি। ভারত অধিনায়ক শুভমান এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন যশস্বী ও লোকেশ রাহুল। ব্যক্তিগত ৩৮ রানে আউট হন রাহুল। দিনের শেষে যশস্বীর সঙ্গে গিল ২০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে হারিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টেও আরও একবার চালকের আসনে টিম ইন্ডিয়া।