আমুদরিয়া নিউজ: আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল ভারত-পাকিস্তান। সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন ‘নোটাম’ জারি করে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। শুধু তাই নয় পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্যও লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। একই পথে হেঁটে ইসলামাবাদও ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। পহেলগাঁওয়ে হামলার পর দুই দেশই একে অপরের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় রয়েই গিয়েছে।
