আমুদরিয়া নিউজ: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান তোলেন রোহিত শর্মারা। কিন্তু হাসতে হাসতে সেই টার্গেট তাড়া করে ফেলে অজি ব্রিগেড। টস জিতে এদিন অস্ট্রেলিয়া প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। মাত্র ৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গিল। এদিন ফের ব্যর্থ হন বিরাট কোহলি। পারথের পর অ্যাডিলেডেও তাঁর সংগ্রহ শূন্য। রোহিতের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স আইয়ার। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেললেন হিটম্যান। শ্রেয়সও ৭৭ বলে ৬১ রান করেন। অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। নবম উইকেটের জুটিতে ৩৭ রানে তোলেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। ২৬৪ রানে গিয়ে থামে ভারত। রান তাড়া করতে নেমে ৫৪ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ (১১) ও ট্র্যাভিস হেড (২৮) আউট হওয়ার পর ম্যাথিউ শর্টের ৭৪ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় অজিরা। কুপার কনোলি (৬১) শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। ২ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সিরিজও।