আমুদরিয়া নিউজ: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টি–২০ ম্যাচে ভারতকে সহজেই হারাল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে ১২৫ রান তোলে ভারত। জবাবে মাত্র ১৩.২ ওভাবে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অভিষেক শর্মা (৬৮) এবং হর্ষিত রানা (৩৫) ছাড়া কেউই অজি বোলারদের সামনে রুখে দাঁড়াতে পারলেন না। শুভমন গিল (৫), সঞ্জু স্যামসন (২), সূর্যকুমার (১), তিলক বর্মা (০), অক্ষর পটেল (৭) কেউ টিকতে পারেননি। ৮ বল বাকি থাকতেই মাত্র ১২৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে ৪ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। সিরিজ়েও ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা।