আমুদরিয়া নিউজ: অহমদাবাদের বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্য করতে চেয়েছিল রাষ্ট্রপুঞ্জ। সূত্রের দাবি, রাষ্ট্রসংঘের অসামরিক বিমান সংক্রান্ত তদন্তকারী এজেন্সি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আহমেদাবাদ দুর্ঘটনার তদন্তে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। ভারতের তরফে ওই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। এর সঙ্গে একাধিক বিদেশি সংস্থাও তদন্ত করতে চায় বলে খবর। সূত্রের খবর, গোটা তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাতে চায় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। তারা নিজেদের প্রতিনিধি পাঠাতে চায় তদন্তের কাজে। কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি। ভারত কোনওভাবেই এই তদন্তে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে না। গত ১২ জুন, আহমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়। তাতে ছিলেন ২৪২ জন। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার পরের দিনই বিমানের একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল। চার দিন পর উদ্ধার করা হয় দ্বিতীয় ব্ল্যাক বক্সটি।