আমুদরিয়া নিউজ: ১১ বছর পর ফের বিশ্বের এক নম্বর ফুটবল খেলিয়ে দেশ হিসাবে উঠে এল স্পেন। তারা সরিয়ে দিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। অন্যদিকে বৃহস্পতিবার ফিফার তরফে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ নীচে নেমে গেল ভারত। ১৩৩ থেকে ভারত এখন ১৩৪ নম্বরে। সম্প্রতি কাফা নেশনস কাপে ভারতীয় দল হারিয়েছে তাজিকিস্তান এবং ওমানকে। তা সত্ত্বেও পিছিয়ে গিয়েছে ভারত। ভারতের ঠিক আগে রয়েছে কঙ্গো। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ফ্রান্স। মেসিরা তৃতীয় স্থানে। ইংল্যান্ড চতুর্থ। এক ধাপ নেমে ব্রাজিল রয়েছে ষষ্ঠস্থানে। পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল। সপ্তম থেকে দশম স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইটালি। তিন ধাপ নেমে জার্মানি এখন ক্রমতালিকায় ১২ নম্বরে।