আমুদরিয়া নিউজ: কাফা কাপে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এই ম্যাচে প্রথমার্ধে ভারতের খেলা একেবারেই হতাশ করেছে। তেমন আক্রমণই করতে পারেনি তারা। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। কোন দলকেই গোলের জন্য মরিয়া হতে দেখা গেল না। ফলে ম্যাচ শেষ হল কোনও গোল ছাড়াই। ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল খালিদ জামিলের ছেলেদের। প্লে অফে যেতে এই ম্যাচে আফগানিস্তানকে হারাতে হত। যদিও ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ভারতের প্লেঅফ যাওয়ার সম্ভাবনা ইরান-তাজিকিস্তান ম্যাচের উপর ঝুলে রইল।