আমুদরিয়া নিউজ: ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়তে হয় মুজিবকন্যা শেখ হাসিনাকে। তিনি রাতারাতি দেশ থেকে পালিয়ে চলে আসেন নয়াদিল্লির ‘আশ্রয়ে’। সেই থেকে এদেশেই রয়েছেন হাসিনা। তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে একাধিকবার সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস অনুরোধ জানিয়েছেন। সোমবার এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশসচিব বিক্রম মিসরি। তার বক্তব্য, “এটি বিচারবিভাগীয় এবং আইনি প্রক্রিয়া। এর জন্য দু’দেশের সরকারের মধ্যে আলোচনার প্রয়োজন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এনিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করতে তৈরি। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উচিত বলে আমি মনে করি না।” এদিকে আগামী বছরেই বাংলাদেশে নির্বাচন রয়েছে। তা নিয়েও নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে মিস্রী জানান, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বাংলাদেশের যে কোনও সরকারের সঙ্গেই কাজ করার জন্য ভারত প্রস্তুত।
