আমুদরিয়া নিউজ: রোহিত শর্মা, বিরাট কোহলির চওড়া ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে জয়লাভ করল ভারত। সেই সঙ্গে ‘হোয়াইটওয়াশে’র লজ্জা থেকে বাঁচল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে ১ উইকেটে করল ২৩৭ রান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এ দিন পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি আয়োজকেরা। শুরুটা কিন্তু ভালই করেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। শুরুর কিন্তু দলীয় ৬১ রানের মাথায় ফিরে যান হেড (২৯)। মার্শ (৪১) যখন ফেরেন তখন রান ৮৮। ম্যাথু শর্ট (৩০), ম্যাট রেনশ (৫৬) ও অ্যালেক্স ক্যারি (২৪) আউট হতেই ভেঙে পড়ল অজিদের ইনিংস। ১৯৫/৫ থেকে ২৩৬ রানে শেষ হয়ে যায় অজিরা। ৪ উইকেট তুললেন হর্ষিত রানা। ৪৪ রানে ২ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২৪ রানে ১ উইকেট মহম্মদ সিরাজের। কুলদীপ যাদব ১ উইকেট নিলেন ৫০ রানে। পাল্টা ব্যাট করতে নেমে গিল আউট হলেও রোহিত-বিরাট জুটিই অনায়াসে ভারতকে পৌঁছে দিল জয়ের লক্ষ্যে। রোহিত এদিন খেললেন ১২৫ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস। আর বিরাট অপরাজিত থাকলেন ৮১ বলে ৭৪ রান করে।