আমুদরিযা নিউজ ব্যুরো : আগামীকাল, বৃহ্স্পতিবার আবারো ক্রিকেট ময়দানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কিছুদিন আগে পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে সেখানে তাদের হারিয়েছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে টেস্টে এখনো জয়ের দেখা পায়নি লাল সবুজরা। বাংলাদেশ-ভারতের টেস্ট সিরিজ নিয়ে এমন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট সিরিজ, ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক ম্যাচ খেলে ভারতের সাথে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে আমিনুল ইসলামের ১৪৫ ও হাবিবুল বাশারের ৭১ রানে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রান পায় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ভারত ৪২৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে ম্যাচটি ৯ উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এর পরের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ভারতের শচীন টেন্ডুলকার। ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৮৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ভারতের হয়ে একাই তিনি অপরাজিত ২৪৮ রান করেন। ম্যাচটি ইনিংস ও ১৪০ রানে হারে বাংলাদেশ। ২০০৭ সালে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম চার ব্যাটার দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টেস্ট ইতিহাসে এমন কীর্তি প্রথম ঘটেছিল সেবার।
বাংলাদেশের বিপক্ষে ভারতের এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ৬৮৭ রান, সর্বনিম্ন ২৪৩। ভারতের বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৪০০ রান আর সর্বনিম্ন ৯১। সব মিলিয়ে এখন পর্যন্ত দুদল ১৩ টেস্ট খেলেছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ১১ ম্যাচই জিতেছে ভারত। বাকি দুই ম্যাচ ড্রয়ের খাতায়। দুই যুগের অবসান ঘটিয়ে টাইগাররা ডেডলক ভাঙতে পারে কি না, সেটাই এখন দেখার পালা। চলতি সফরে ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট আর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে আবারো মুখোমুখি হতে চলেছে এই দুদল।
সেই দিকেই নজর রয়েছে এখন সকল ক্রীড়াপ্রেমীদের।