আমুদরিয়া নিউজ: বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে বিরোধী জোট। বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। তেজস্বী এই ঘোষণার পর বলেন, ‘এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। আমরা একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব।’ আসন ভাগাভাগি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে মহাগঠবন্ধনের (বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় বিহারের শরিক দলগুলির জোট এই নামেই পরিচিত) শরিকদের মধ্যে। এমনও শোনা যাচ্ছিল, তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী করতে সায় নেই কংগ্রেসেরই একাংশের। কিন্তু বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া শিবিরের নেতারা৷