আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার বিড়ি শ্রমিকদের বিড়ি তৈরির মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে।
আলিপুরদুয়ারে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি চন্দনা শীল, সম্পাদক কালিপদ বিশ্বাস, কোষাধ্যক্ষ জয়ন্ত সাহা সহ অন্যান্যরা। অপরদিকে মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন দাস, সুশান্ত পন্ডিত সহ আরও কয়েকজন। সভা পরিচালনা করেন সিটু জেলা সভাপতি বিদ্যুৎ গুন। বিদ্যুৎ গুন জানান জেলার বিড়ি শ্রমিকদের মজুরি একশ ষাট টাকা থেকে একশো নব্বই টাকা করা হয়েছে।
প্রতি হাজার বিড়ি বাঁধার জন্য এই মজুরি শ্রমিকরা পেয়ে থাকেন। বর্ধিত মজুরি চলতি বছরের ডিসেম্বর মাসের আঠারো তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানান বিদ্যুৎ গুন। মজুরি বৃদ্ধির খবরে খুশী জেলার বিড়ি শ্রমিকরা।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম