আমুদরিয়া নিউজ : ১১ বছর বয়সী ছেলে পাশের ঘরে ভিডিও গেমস খেলছিল। সেই সময়ে তার বাবা-মার মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। একটা সময়ে রান্নাঘরের মধ্যে দুজনের মারপিট শুরু হয়। স্ত্রী ছুরি বসিয়ে দেন স্বামীর শরীরে। স্বামী গিয়ে পিস্তল এনে গুলি করেন স্ত্রীকে. পরে কোপানও। দুজনেরই মৃত্যু হয়। ছেলে বেরিয়ে এসে দুজনকে পড়ে থাকতে দেখে চেঁচামেচি করে। পুলিশের খবর যায়। পুলিশ গিয়ে দুজনকে হাসপাতচালে পাঠায়। কাউকে বাঁচানো যায়নি। পুলিশ জানায়, স্বামী-স্ত্রী ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছিলেন। তার মধ্যেই এমন ঘটনা।
গত ৩১ অক্টোবর আমেরিকার ওয়াশিংটনের ঘটনা। পোর্টল্যান্ড থেকে ৫০ মাইল দূরের ওয়াশিংটনে থাকতেন আন্তোনিও আলভারাদো সায়েনজ (৩৮) এবং সেসিলিয়া ওখোয়া (৩৯)।
পুলিশ জানায়, আলভারেজের বুকে একাধিক ছুরির আঘাত মিলেছে। ওখোয়ার শরীরে ছুরির ও গুলির আঘাত মিলেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি এবং পিস্তল পেয়েছে পুলিশ। পিস্তলটি সায়েঞ্জ অফিস থেকে চুরি করে এনেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
Leave a Comment