আমুদরিয়া নিউজ: তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। বাবার মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র সুলেমান খান এবং কাসিম খান। মা জেমাইমা গোল্ডস্মিতের সঙ্গে লন্ডনে থাকেন তাঁরা। সেখান থেকে বাবার মুক্তির জন্য সওয়াল করেছেন তাঁরা। সুলেমান এবং কাসিমের বক্তব্য, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই আমরা। রাস্তা খুঁজে পেতে ওঁর সাহায্য চাই। আমরা আমাদের বাবার মুক্তি চাইছি, যা মানবাধিকারের প্রাথমিক শর্ত।” আন্তর্জাতিক মহলের কাছেও সুলেমান ও কাসিমের আর্জি, ‘‘বাক্স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সমর্থন চাই। আমাদের বাবার মুক্তির জন্য সকলকে সরব হতে আবেদন করছি। উনি মৃত্যুকূপে রয়েছেন। না সেখানে আলো পৌঁছোয়, না পৌঁছোন আইনজীবী, না চিকিৎসক।’’
