আমুদরিয়া নিউজ : তোষাখানা দুর্নীতি মামলায় ১৭ বছরের জেল সাজা ঘোষণার পর দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেল থেকেই তিনি তাঁর সমর্থকদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, ইমরান খানের সরাসরি নির্দেশে সব প্রদেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। পিটিআই কর্মীদের রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমরান খানের সাজাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে দলটি।