আমুদরিয়া নিউজ: বিদেশ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে এই প্রথম সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) বাংলাদেশ ৮৪৪ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৭৪ হাজার কোটি টাকা) বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বলে জানানো হয়েছে। তার মধ্যে প্রথম ত্রৈমাসিকে ১৬ হাজার কোটি টাকা এবং প্রথম অর্ধে সর্বোচ্চ ২৯ হাজার কোটি টাকা নেওয়া যাবে। প্রতি ত্রৈমাসিকে বিদেশ থেকে নেওয়া ঋণের হিসাবে কড়া নজর রেখেছে আইএমএফ। এর আগে আইএমএফ-এর তরফে বাংলাদেশের উপর এমন কোনও বিধিনিষেধ ছিল না। বলা হয়েছে, বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। আইএমএফ-এর সিদ্ধান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
