আমুদরিয়া নিউজ: ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। জানা গিয়েছে, শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানেই ভারত পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আপত্তি জানায়। ভারতের দাবি, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এর আগে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের বলেও জানায় দিল্লি।
ভারতের আরও দাবি, পাকিস্তান তাদের অর্থ সাধারণ মানুষের কাজে লাগায় না । ওই অর্থ ব্যয় করা হয় জঙ্গিদের সাহায্য করার জন্য। তবে ভারত আপত্তি জানালেও ঋণ দেওয়ার ক্ষেত্রে ভোটের ফলাফল ছিল পাকিস্তানের পক্ষে। পাশাপাশি এই ভোটাভুটিতে যেহেতু বিপক্ষে ভোট দেওয়া যায় না, তাই ভোট থেকে বিরত থাকে ভারত। ঋণ মঞ্জুর হওয়ার পর পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘আইএমএফের তরফে পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মঞ্জুর করা হয়েছে। ভারত এই ঋণে আপত্তি জানালেও শেষ পর্যন্ত ভারতের দাবি ব্যর্থ হয়েছে। পাকিস্তান অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছে এবং দেশটি উন্নতির পথে এগিয়ে চলেছে।’