আমুদরিয়া নিউজ: আগেই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এবার শান্তনু সেনকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) কলকাতা শাখা। এদিন আইএমএ কলকাতা শাখার তরফে জানানো হয়, রাজ্যে চিকিৎসকদের রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ সংস্থা হল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তাঁরা শান্তনুকে ২ বছরের জন্য সাসপেন্ড করায় নিয়ম অনুযায়ী তিনি রাজ্যে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোনও শাখার সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সেই কারণে আইএমএ কলকাতা শাখার প্রাথমিক সদস্যপদ সাসপেন্ড করা হল। ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ রয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই সেই ডিগ্রি ব্যবহার করে পরিচয়পত্রে তা যুক্ত রেখেছিলেন। যদিও এই অভিযোগ মানেননি চিকিৎসক তথা বহিষ্কৃত তৃণমূল নেতা।
