আমুদরিয়া নিউজ : বাঘের বার বার লোকালয়ে ঢুকে পড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দারা। এতদিন বাঘের হামলায় অনেকেই জখম হয়েছেন। অবশেষে তার সুরাহা করল দক্ষিণ ২৪ পরগনার বনদপ্তর। তারা জঙ্গলের সীমান্তে থাকা নাইলনের দড়িতে নীল ও লাল আলো লাগালেন। যেটা জ্বলতে দেখলেই বাঘ ভয়ে জঙ্গলে ফিরে যাবে। এর ফলে , বাঘের জঙ্গল থেকে বেরিয়ে আসার প্রবণতা অনেকটাই কমবে বলে আশাবাদী বনদপ্তরের আধিকারিকরা।
