আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির কাছে মাটিগাড়ার পরিবহন নগরের আইটি পার্কে একটি ডুয়ো কল সেন্টারে হানা দিলে পুলিশ। এদিন মাটি গাড়া থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযান চালানো হয় ওই কল সেন্টারে। এদিনের অভিযানে কল সেন্টারের ম্যানেজার আনসার আলি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, কল সেন্টারের আড়ালে সেখানে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কাজ করা হতো। ফোন করে তারা প্রতারনার বাদ পারত। চাকরির নাম করে, লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করা হতো। এদিনের অভিযানে সাদা পোষাক পরিহিত পুলিশ উপস্থিত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।
