আমুদরিয়া নিউজ : আমাদের দেশে নয়। এই ঘোষণা হয়েছে মেক্সিকোয়। সম্প্রতি মেক্সিকো সরকার ঘোষণা করেছে, বেআইনি অস্ত্র জমা দিলে সরকার নগদ টাকা দেবে। যিনি জমা দেবেন তাঁর বিরুদ্ধে কোনও মামলা হবে না বলে আশ্বস্ত করেছে মেক্সিকো সরকার। মেশিনগান ও অ্যাসল্ট রাইফেল দিলে অস্ত্র পিছু সর্বোচ্চ ১৩০০ মার্কিন ডলার মিলবে। রিভলভার জমা দিলে ৪৩০ ডলার, একে–৪৭ রাইফেল জমা দিলে ১২০০ ডলার, মেশিনগান জমা দিলে ১৩০০ ডলার দেওয়া হবে।
 
			 
					 
		 
		 
		 
		