আমুদরিয়া নিউজ : তেলঙ্গানায় প্রবীণ নাগরিকদের সুরক্ষায় কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, কোনও চাকরিজীবী সন্তান যদি তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন বা তাঁদের অযত্ন করেন, তবে অভিযোগ প্রমাণিত হলেই ওই কর্মীর বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। এই অর্থ সরাসরি বাবা বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একাধিক সুবিধার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিনামূল্যে বিশেষ মোটরচালিত যান, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র ও মোবাইল ফোন দেওয়া হবে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে ডে-কেয়ার সেন্টার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।