আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তান ম্যাচের পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বলেছিলেন এই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করছেন। সেই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন। এই মন্তব্যেই আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি ধার্য করেছিল আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সূত্রের খবর, সূর্যকে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে এখনও সরকারিভাবে সূর্যর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেননি রিচার্ডসন। শুক্রবার হয়তো সূর্যকে শাস্তি দেওয়া হতে পারে। হয় তাঁর ম্যাচ ভাতার পনেরো শতাংশ জরিমানা হবে। কিংবা একটা ‘ডিমেরিট পয়েন্ট’ পাবেন তিনি।