আমুদরিয়া নিউজ: ক্রিকেট থেকে নির্বাসিত হল আমেরিকা। আইসিসি মঙ্গলবার জানিয়েছে একাধিক নিয়ম না মানার জন্যই আমেরিকাকে নির্বাসিত করা হয়েছে। আমেরিকার বিরুদ্ধে মূল অভিযোগগুলির মধ্যে রয়েছে উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে না পারা, আমেরিকার অলিম্পিক এবং পারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হওয়া এবং আমেরিকা ও আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা। ২০২৪ সালের জুলাইতেই আইসিসি নোটিস পাঠায়। বলা হয়, ১২ মাস দিচ্ছি। তার মধ্যে যদি নিয়মকানুন মেনে না চল, তাহলে কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইউএসএ ক্রিকেট একটাও শর্ত পূরণ করেনি। তাই অবশেষে সাসপেনশনের সিদ্ধান্ত।