আমুদরিয়া নিউজ: এশিয়া কাপ প্রতিযোগিতায় বিতর্কিত আচরণের জন্য পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে বড়সড় শাস্তি দিল আইসিসি। দু’ম্যাচের জন্য নির্বাসিত হলেন পাক পেসার। একই সঙ্গে এশিয়া কাপে ‘রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে পড়তে হল সূর্যকুমার যাদবকেও। সূর্যকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফাইনালে রউফকে আউট করে বিমান নামানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করেছিলেন যশপ্রীত বুমরাহও। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে বুমরাহকে সতর্ক করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। তাঁর দাবি ছিল, পাকিস্তানের পাখতুন গোষ্ঠীর মানুষেরা এ ভাবেই উদ্যাপন করে। সতর্ক করা হয়েছে পাক ব্যাটারকে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।