আমুদরিয়া নিউজ : প্রেমিকাকে বিয়ের শর্ত হিসেবে দিল্লির ইউনানি ডাক্তারকে গুলি করে খুন করেছে নাবালক প্রেমিক। শুক্রবার ওই প্রেমিককে দিল্লি পুলিশ ইন্সটাগ্রামের একটি পোস্টের সূত্রে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে নিজের চেম্বারে খুন হন ইউনানি চিকিত্সিক জাভেদ আখতার (৫০)।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। তাতে ওই কিশোরকে পিস্তল হাতে দেখা গিয়েছে। যার ক্যাপশনে লেখা, ‘২০২৪ সালের প্রথম খুন। পোস্টের সূত্রে সন্দেহভাজন ওই কিশোরকে জেরা করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত কিশোর জানায়, সে একটি কিশোরীর সাথে প্রেম করে।
সেই প্রেমিকার মা একজন নার্স। সেই নার্সের সঙ্গে নিহত ডাক্তারের সম্পর্ক ছিল। তাই ওই কিশোর যখন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়, সে সময়ে কিশোরীর বাবা তাকে শর্ত দেন, একটা খুন করতে হবে তা হলে বিয়ে দেওয়া হবে। এর পরে ওই ডাক্তারকে খুন করার কথা বলেন তার প্রেমিকার বাবা। এর পরে ধৃত কিশোর এক সঙ্গীকে নিয়ে পিস্তল কেনে। তার পরে পায়ে ক্ষত তৈরি করে ওই চিকিৎসকের কাছে গিয়ে সেলাই করায়। পর দিন ক্ষতস্থান দেখানোর নাম করে তাকে গুলি করে খুন করে। ধৃত জানান. প্রেমিকার বাবা তাকে বলেছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তারের অবৈধ সম্পর্ক থাকার জন্যই খুনটা করতে হবে।