আমুদরিয়া নিউজ: চলতি ইংল্যান্ড সিরিজে বল নিয়ে বারবার বিতর্ক দেখা দিচ্ছে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে তা সীমা ছাড়াল। টেস্টের নিয়ম অনুযায়ী নতুন বল দেওয়া হয় ৮০ ওভার পর। কিন্তু লর্ডস টেস্টে ৮০ বলও টিকছে না নতুন বল। শুক্রবার প্রথমে মাত্র ৬৪ ডেলিভারির পরই বদলে দিতে হল আর একটা নতুন বল। আবার সেই নতুন বলও স্থায়ী হল মাত্র ৪৮ ডেলিভারির জন্য। ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সিরাজ। কিন্তু বল বিতর্কে মুখ খুলতে নারাজ টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরাহ। এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বুমরাহ বলেন, ‘বল বারবার বদলানো হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এসব নিয়ে মুখ খুলে আমার ম্যাচ ফির টাকাটা হারাতে চাই না। বড্ড কষ্ট করে বল করে টাকা রোজগার করি। বিতর্কিত কিছু বললেই ম্যাচ ফি কেটে নেবে।’ লর্ডসে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।