আমুদরিয়া নিউজ: এবার ট্র্যাকে ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। ইতিমধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে ট্রেনটি। তার ফার্স্ট লুক সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন! কামিং সুন…’। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেনটি তৈরি হয়েছে। সেখানেই ট্রায়াল রানও সম্পূর্ণ। প্রতি ঘন্টায় এই ট্রেনের গতি হতে চলেছে কমবেশি ১৬০ কিমি। অতএব গতির নিরিখে এই নয়া ট্রেন বন্দে ভারতকে পিছনে ফেলে দেবে। এক একটি ট্রেন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। ২৬৩৮ আসন থাকবে এই ট্রেনে। মোট ৮টি কোচ থাকবে। প্রতি কম্পার্মেন্টে থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা। এবার শুধু অপেক্ষা কবে সেই অত্যাধুনিক ট্রেন আমজনতার পরিষেবার জন্য আনবে রেল। পরিষেবা শুরু হলে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ভারতে এই হাইড্রোজেন ট্রেন চলবে।
