আমুদরিয়া নিউজ : কোচবিহারের হলদিবাড়ি হুজুরের মেলা থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও ১ জন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রফিকুল মিঞা। আহত ব্যক্তির নাম আশরাফুল মিঞা। বুধবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদগোপ মণ্ডপের সামনে। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আহত ব্যক্তিদের বাড়ি শীতলকুচি ছোট শালবাড়ি এলাকায়। এদিন একটি বাইকে চেপে দুই ব্যক্তি হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা থেকে নিজের বাড়ির দিকে ফেরার সময় এই পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।