আমুদরিয়া ডেস্ক :মদ্যপ বাবাকে বকাবকি করায় ছেলের সঙ্গে ঝগড়া শুরু হয়। বাবা তেড়ে প্রায় ছেলেকে মারতে যায়। সে সময়ে ছেলেটির মা মাঝখানে গিয়ে থামাতে যায়। মদ্যপ লোকটি স্ত্রীর হাত ধরে মুখে সামনে এনে একটি আঙুল কামড়ে কিছুটা ছিঁড়েই ফেলে। মহারাষ্ট্রের পুণে জেলার ঘটনা।
ঘটনার পরে জখম বধূ হাসপাতালে চিকিৎসার পরে পুলিশে অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত মদ্যপকে গ্রেফতার করেছে।
শনিবার দিন ঘটনাটি ঘটে বিকেলে। সুরজ পাশোয়ান নামের ওই ব্যক্তি মদ থখেয়ে বাড়িতে ঝামেলা করেন। রোজই ঝামেলা হওয়ায় তার ছেলে রুখে দাঁড়ায়।
তখন তিনি ছেলের দিকে তেড়ে গেলে তাঁর স্ত্রী বাধা দেন। তখন তিনি স্ত্রীর হাত ধরে ডান হাতের অনামিকায় কামড় দিয়ে কিছুটা কেটেই ফেলেন। সুরজ একজন টাইলস মিস্ত্রি। সে মদ্যপ অবস্থায় নানা জায়গায় ঝামেলা করেছে বলে পুলিশ জেনেছে।