আমুদরিয়া নিউজ : বিউটি পার্লারে গিয়েছিলেন স্ত্রী। ইচ্ছে ছিল ভ্রু প্লাক করাবেন। আচমকা সেখানে হাজির তাঁর স্বামী। কোনও ঝামেলা না করে, কাঁচি হাতে সোজা পৌঁছে যান স্ত্রীয়ের পিছনে। রাগের মাথায় স্ত্রীর চুলে কাঁচি চালান। মুহূর্তের মধ্যে স্ত্রীর চুলের গোটা বিনুনি কেটে ফেলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌয়ে। ঘটনায় তরুণীর বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, রেফ্রিজারেটর, ফ্যান, কুলার পণ হিসেবে দেওয়ার জন্য তাঁর মেয়েকে জোর করতেন স্বামী রামপ্রতাপ। পণ না দেওয়ায় প্রতিশোধ হিসেবে বিউটি পার্লারে গিয়ে তরুণীর বিনুনিই কেটে ফেলেন স্বামী। অভিযোগের ভিত্তিতে রামপ্রতাপকে গ্রেপ্তার করেছে পুলিশ।
