আমুদরিয়া নিউজ: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ট্রেকিং করতে গিয়েই ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছেন অন্তত ১০০০ অভিযাত্রী। তাঁদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ৪,২০০ মিটার (১৩,৮০০ ফুট) উচ্চতায় আটকে পড়েন সকলেই। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পর্যন্ত ৩৫০ জন ট্রেকারকে উদ্ধার করে কুদাংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
