আমুদরিয়া নিউজ : আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের মঞ্চ থেকে নতুন দল গোষণায় অনড় তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানিয়ে দেন, ওই দিন দল গড়া হচ্ছেই। তবে গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানে সৌরিদ আরব থেকে কেউ উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গুজরাত থেকে দুজনকে আনার জন্য তিনি একজনকে টাকা দিয়েছিলেন। সেই ব্যক্তি দুজনকে এনে তাঁদের সৌদি আরবের বলে প্রচার করে বিভ্রান্ত করেছেন বলে হুমায়ুনের দাবি।