আমুদরিয়া নিউজ : আরও একবার মানব কল্যানে এগিয়ে এলেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট মাঠে কৃতিত্বের ছাপ রাখার পাশাপাশি এবার সেবামূলক কাজেও সমাজে নিজেকে নিয়োজিত করছেন তিনি। ফের এমনই এক উদ্যোগ দেখা গেল সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার খাটরাঙ্গা গ্রামের অভাবী শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন মহারাজ। তার ফাউন্ডেশনের তরফে গ্রামের অভাবী শিশুদের পড়াশোনার সামগ্রী প্রদান করা হয়। খাতা, পেন, রং পেনসিল, পেনসিল বক্স ইত্যাদি পেয়ে শিশুরা ভীষণ খুশি। শীতে যাতে কষ্ট না পায়, তার জন্য গ্রামের দরিদ্র বৃদ্ধ- বৃদ্ধাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এবারে দুর্গা পুজার পঞ্চমীর দিন একটি হোমে গিয়ে আবাসিক শিশুদের সঙ্গে সময় কাটান সৌরভ। প্রায় ২০০ শিশুর হাতে শিক্ষা সামগ্রী, চকলেট তুলে দেন। তাদের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি। মহারাজের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।