আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের গুরেজে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত জঙ্গি বাগু খান ওরফে সমন্দর চাচার। সেনা সূত্রে জানা গিয়েছে, গুরেজ় উপত্যকার নৌসেরা নার এলাকায় শনিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তাবাহিনীর। সেই সময়েই বাগু এবং আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। বাগুকে ‘হিউম্যান জিপিএস’ বলার কারণ, দুর্গম পাহাড়ি ভূখণ্ডের প্রত্যন্ত পথঘাট ছিল তাঁর নখদর্পণে। উপত্যকাকে সে চিনত হাতের তালুর মতো। কোথায় কোন দুর্গম পাহাড়ি জঙ্গলে ভারতে অনুপ্রবেশের গোপন পথ রয়েছে, তা ছিল বাগুর নখদর্পণে। কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করত সে। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা থাকলেই তার ডাক পড়ত। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, গত কয়েক বছরে গুরেজ় এলাকা দিয়ে ১০০-র বেশি অনুপ্রবেশে সে সাহায্য করেছে। তার অধিকাংশ সফল হয়েছে। তার মৃত্যুকে সেনার বিশেষ সাফল্য হিসাবে দেখা হচ্ছে।