আমুদরিয়া ডেস্ক: আগামী ৭মে বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। ttps://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষকরা তা তুলে দেবেন ছাত্র ছাত্রীদের হাতে। নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার আগে ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে।
