আমুদরিয়া নিউজ: চলতি বছর রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে রূপায়ণ পাল। সে বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর-৪৯৭। শতাংশের হিসেবে ৯৯.৪%। ৯৯.২% পেয়ে দ্বিতীয় কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর-৪৯৬। তৃতীয় স্থানে আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ।
চতুর্থ এবং মেয়েদের প্রথমে প্রথম বাঁকুড়ার সোনামুখি হাইস্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল। প্রাপ্ত নম্বর ৪৯৪, ৯৮.৮ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে ৬ জন। পাঁচ জন ছাত্র, এক ছাত্রী। শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে ৬ জন। পাঁচ জন ছাত্র, এক ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র বীরেশ ঘোষ, আরামবাগ হাইস্কুলের ছাত্র প্রান্তিক গঙ্গোপাধ্যায়, সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র তন্ময় প্রতীক, কাটোয়া কাশীরাম দাস ইন্সস্টিটিউশনের ছাত্র ঋদ্ধিক পাল, পূর্ব বর্ধমানের ভাতার এমপি হাইস্কুলের ছাত্র কুন্তল চৌধুরী, কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্রী ঐশী দাস।