আমুদরিয়া নিউজ : আগামী ১২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। তবে, এই দিনে দেশের প্রধান দুই শেয়ার বাজার—ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)—সাধারণ দিনের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিকভাবে লেনদেন চলবে। বিএসইর অফিসিয়াল ছুটির তালিকা অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা ২০২৫ সালে স্টক মার্কেটের ছুটির অন্তর্ভুক্ত নয়। তবে, এই দিনে একটি ‘সেটেলমেন্ট হলিডে’ থাকবে, যার অর্থ হলো লেনদেন চালু থাকলেও শেয়ার ও ফান্ডের পেমেন্ট প্রসেসিং হবে না। সুতরাং, বিনিয়োগকারীরা সোমবার স্বাভাবিকভাবে ট্রেড করতে পারবেন, তবে লেনদেনের নিষ্পত্তি মঙ্গলবার, ১৩ মে সম্পন্ন হবে।