আমুদরিয়া নিউজ : হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে এবং প্রায় ২৭৯ জন এখনও নিখোঁজ। বুধবার বিকেলে লাগা আগুন বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে আসে। ১৯৮০ সালে নির্মিত এই আবাসন কমপ্লেক্সের একটি ৩২ তলা ব্লকে মেরামতির সময় আচমকা বাঁশের মাচায় আগুন লাগে। ব্লকগুলো কাছাকাছি থাকায় প্রবল হাওয়ায় অল্প সময়েই সাতটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ১৪০টি দমকল ইঞ্জিন ও ৬০টি অ্যাম্বুল্যান্স পৌঁছে ৯০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর ডেরেক অ্যামস্ট্রং চ্যাং জানান,ওপর তলাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ ও দমকল যৌথভাবে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চিফ এগজিকিউটিভ জন লি আশা প্রকাশ করেছেন, আগুন লাগার প্রকৃত কারণ শিগগিরই জানা যাবে।