আমুদরিয়া নিউজ : প্রথমে কর্ণাটক। তার পরে কেরল। এবার মহারাষ্ট্র। এ দেশে যেন বাড়ছে এইচএমপিভি। প্রথমে কর্ণাটকের বেঙ্গালুরু, কেরল, গুজরাতের পর এবার ভাইরাসের হদিস মিলল মহারাষ্ট্রেও। মঙ্গলবার নাগপুরে জ্বরে আক্রান্ত দুজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) পাওয়া গিয়েছে। রোগীদের এক জনের বয়স ৭ বছর এবং অন্যজনের ১৩ বছর। দুজনেরই জ্বর এবং সর্দিকাশি রয়েছে। নাগপুরের এক হাসপাতালে তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হলে এইচএমপিভি সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে এখন রোগীর সংখ্যা দাঁড়াল ১০। তবে দুজনের কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি। বাড়িতেই চিকিৎসা চলছে তাদের। দুজনেই স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানান। সম্প্রতি চিনে এইচএমপিভি সংক্রমণ মারাত্মক হয়েছে বলে খবর দিচ্ছে সংবাদ সংস্থাগুলি। তাতেই উদ্বেগ বাড়ছে নানা দেশে।
