আমুদরিয়া নিউজ : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত। এবার শরিয়তপুর জেলায় কট্টরপন্থী গোষ্ঠীর হামলায় গুরুতর আহত হলেন খোকন দাস নামে এক হিন্দু ব্যক্তি। অভিযোগ, ৫০ বছর বয়সী খোকনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে এবং উন্মত্ত জনতা তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। ৩১ ডিসেম্বরের এই হামলা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। এর আগে ২৪ ডিসেম্বর কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গায় অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়, এবং ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন পুড়িয়ে ফেলা হয়। মানবাধিকার সংগঠনগুলো এই হিংসার তীব্র প্রতিবাদ জানালেও, ইউনুস প্রশাসন দাবি করছে সংখ্যালঘুরা নিরাপদ।