আমুদরিয়া ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ মাসের বেশি সময় জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি মঞ্জুর করে। চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ছিল। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ দাস। তার পর থেকে একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাই কোর্টে। অবশেষে তিনি জামিন পেলেন। তবে এই জামিনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবেদন করতে পারবে বলে আদালত জানিয়েছে।
