আমুদরিয়া নিউজ: প্রাকৃতিক ভারসাম্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে খুব শিগগিরই ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ! এমন আশঙ্কা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। চলতি বছরের জুন মাসে হিমাচল প্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, নির্দিষ্ট কয়েকটি এলাকাকে গ্রিন এরিয়া বলে ঘোষণা করতে হবে। মূলত ওই এলাকাগুলির নির্মাণশিল্পে রাশ টানতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই আবেদনে কোনও পদক্ষেপ করতে চায়নি উচ্চ আদালত। শুক্রবার বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মামলার পর্যবেক্ষণে জানায়, বর্তমানে হিমাচল প্রদেশের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। পরিবেশগত ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, প্রকৃতি স্পষ্টতই রুষ্ট। আদালত জানায়, পরিবেশ রক্ষা না হলে একদিন হিমাচল ‘হাওয়ায় মিশে যাবে।’
