আমুদরিয়া নিউজ: আগামী ২৮ জানুয়ারি থেকে কলকাতায় আসন্ন ৪৮ তম আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল বসানোর অনুমতি দেয়নি বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে গিল্ড জানিয়েছে, ভিএইচপি স্পর্শকাতর বই প্রকাশ করেছে, যা মেলার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তবে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আয়োজকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি।