আমুদরিয়া নিউজ : ২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। পরে তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করেন। ২০২০ সালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হন মুকুলবাবু। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির হয়ে জেতেন মুকুলবাবু। কিছুদিন পরে তিনি তৃণমূলে যোগ দেন। তা নিয়ে মামলা করে বিজেপি। কলকাতা হাইকোর্ট এক রায়ে মুকুলবাবুর এমএলএ পদ খারিজ করে দিয়েছে। এই ঘটনা সাম্প্রতিককালে নজিরবিহীন।