আমুদরিয়া নিউজ : তাঁর নাম হাইথাম আলি আল তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ পদে ছিলেন। আমেরিকা তাকে কুখ্যাত জঙ্গি বলে ঘোষণা করছিল। ধরতে পারলে মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। সেই তাবতাবাইকে লেবাননের বেইরুটে
এক হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। হামাস বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়ে যাচ্ছে।
ইজরায়েল জানিয়েছে, হামাসকে নতুন করে আর অস্ত্র সজ্জিত হতে দেওয়া থেকে বিরত রাখতে অভিযান চালানো হবে।
জঙ্গি বলে ঘোষিত হিজবুল্লার দ্বিতীয় কমান্ডারকে মারা হয়েছে, দাবি ইজরায়েলের
Leave a Comment