আমুদরিয়া নিউজ : মালয়েশিয়ার বছর দশেকের একটি ছেলের কীর্তিতে সরগরম নেটদুনিয়া। নিজেকে ও তার দুধের শিশু সহোদরকে আগুনের হাত থেকে রক্ষা করল সে। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাবালক বসে রয়েছে বিছানায়। তাঁর সহোদর শিশুটি বিছানায় শুয়ে। হঠাতই ঘরের একটি প্লাগ পয়েন্টে জ্বলে ওঠে আগুন। বিপদ বুঝতে পেরে প্রথমে সে ওই নবজাতককে টেনে সরিয়ে দেয়। আগুন ততক্ষণে কিছুটা ছড়িয়েছে। তবে দেরি করেনি নাবালক। একটি ছোট অগ্নিনির্বাপক যন্ত্র এনে নিভিয়ে দেয় আগুন। রক্ষা পায় গোটা বাড়ি, সে ও ছোট্ট শিশুটি। ওই ভিডিওতে নেটপাড়ার কমেন্ট, সাহসের কোনও বয়স হয় না।
