আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে। ২৫০টিরও বেশি বিমান ওঠানামাও দেরি হয়েছে। রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে। মুম্বই এবং সংলগ্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেছে মহারাষ্ট্রের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। মুম্বই, কোলাপুর, সাঙ্গলি, সাতারা-সহ আরও কিছু অঞ্চলে মোট এনডিআরএফ-এর ১০টি দল মোতায়েনের অনুরোধ করা হয়েছে। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে।
