আমুদরিয়া নিউজ : একটা কচ্ছপ পুরো প্রজাতিকে বাঁচিয়ে দিল। কথা হচ্ছে ‘ডিয়েগো’ নামের এক বিশেষ কচ্ছপকে নিয়ে। প্রায় ১২০ বছর বয়সী এই কচ্ছপ একা হাতে ৯০০-র বেশি সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে হারিয়ে যেতে বসা এক কচ্ছপ প্রজাতিকে বাঁচিয়ে দিয়েছে। ডিয়েগো ছিল গ্যালাপাগোস দ্বীপের ‘হুড আইল্যান্ড’ নামের এক জায়ান্ট কচ্ছপ প্রজাতির অংশ। এই প্রজাতি এতটাই বিপন্ন হয়ে পড়েছিল যে মাত্র ১৪টি কচ্ছপ বেঁচে ছিল। তাদের মধ্যে মাত্র ২টি পুরুষ। ১৯৭৬ সালে ডিয়েগোকে প্রজনন কর্মসূচিতে রাখা হয়। এরপর থেকেই সে হয়ে ওঠে সবচেয়ে সক্রিয় কচ্ছপ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সেই প্রজাতির কচ্ছপের মধ্যে ডিয়েগোর সন্তানের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। আজ সেই প্রজাতির কচ্ছপের সংখ্যা অনেক বেড়েছে। তারা আবার স্বাভাবিকভাবে দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। ২০২০ সালে ডিয়েগোর প্রজননের কাজ শেষ হয়, আর তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার নিজের দ্বীপে। ডিয়েগো এখন শুধু কচ্ছপ নয়, সে প্রকৃতির এক নীরব নায়ক!

৯০০ সন্তান তাঁর, তিনি তার জাতির পিতা
Leave a Comment